• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষকদের গ্রেড উন্নীতর কোনো যুক্তি দেখছেন না গণশিক্ষা উপদেষ্টা


স্টাফ রিপোর্টার  নভেম্বর ৮, ২০২৫, ০৫:৩৩ পিএম
শিক্ষকদের গ্রেড উন্নীতর কোনো যুক্তি দেখছেন না গণশিক্ষা উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে দশম গ্রেডে উন্নীত করার কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, এই মুহূর্তে শিক্ষকদের আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়।

শনিবার (৮ নভেম্বর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বেশিরভাগ শিক্ষকই মনে করেন দশম গ্রেডের দাবি যৌক্তিক নয়। প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হয়েছে, কিন্তু সাধারণ শিক্ষকদের সংখ্যা অনেক বেশি—তাই একবারে সবাইকে সেই গ্রেডে আনা সম্ভব নয়। তিনি বলেন, সহকারী শিক্ষকরা যেন ১১তম গ্রেড পেতে পারেন, সে বিষয়ে কাজ চলছে।

গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, পদোন্নতির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে সরকারের নীতি হলো শতভাগ না দিয়ে ৮০ শতাংশ পদোন্নতি দেওয়া এবং বাকি ২০ শতাংশ নতুন নিয়োগের জন্য রাখা। শিক্ষকদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়ার প্রয়োজন নেই, বিষয়টি নিয়ে সরকার ইতিমধ্যে কাজ করছে।

এর আগে সকালে প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা বিষয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রণালয়, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমে দিকনির্দেশনা দেওয়া হয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!