• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাষ্ট্রীয় শোকের মধ্যে প্রাথমিকে নিয়োগ পরীক্ষা, যা জানাল শিক্ষা অধিদপ্তর


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩০, ২০২৫, ০৪:০০ পিএম
রাষ্ট্রীয় শোকের মধ্যে প্রাথমিকে নিয়োগ পরীক্ষা, যা জানাল শিক্ষা অধিদপ্তর

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী শুক্রবার (২ জানুয়ারি) নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় শোক চললেও এ পরীক্ষা আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সে কারণে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়ায়। বিভিন্ন পেজ ও আইডি থেকে দাবি করা হয়, রাষ্ট্রীয় শোকের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এসব তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারিই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
এসএইচ 


 

Wordbridge School
Link copied!