• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, নতুন তারিখ শিগগিরই


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩০, ২০২৫, ০৬:৩৫ পিএম
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত,  নতুন তারিখ শিগগিরই

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এখনো নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। শিগগিরই পরীক্ষার নতুন তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহাদত হোসেন রাকিবও জানান, ২ জানুয়ারির পরীক্ষার সম্ভাব্য নতুন তারিখ খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে।

এর আগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে বিভিন্ন সময় নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ালেও এবার আনুষ্ঠানিক সিদ্ধান্তের মাধ্যমে পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হলো।

এসএইচ 

Wordbridge School
Link copied!