• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩১, ২০২৫, ০৩:২৩ পিএম
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ফাইল ছবি

স্থগিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আগামী ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা পূর্বনির্ধারিত ২ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি একই সময়ে এবং আগেই নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি আজ ৩১ ডিসেম্বর নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শোকের শেষ দিন ২ জানুয়ারি হওয়ায় ওই দিনের নির্ধারিত নিয়োগ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। পরীক্ষার্থীদের নির্ধারিত দিনে যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!