• ঢাকা
  • রবিবার, ০২ জুন, ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১

শপথ নিতে গিয়ে যে প্রতিশ্রুতি দিলেন ফেরদৌস


বিনোদন ডেস্ক  জানুয়ারি ১০, ২০২৪, ০২:১৩ পিএম
শপথ নিতে গিয়ে যে প্রতিশ্রুতি দিলেন ফেরদৌস

ঢাকা: নব নির্বাচিত সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, ‘জনগণ আমার ওপর আস্থা রেখেছেন। আমি তাদের আস্থার প্রতিদান দেব। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাব।'

বুধবার (১০ জানুয়ারি) সকালে সংসদ ভবনে শপথ নিতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

শপথ গ্রহণের আগে নায়ক ফেরদৌস বলেন, ‘আমি যেন সততার সঙ্গে দেশের প্রতি, জনগণের প্রতি বিশেষ করে আমার ঢাকা-১০ আসনের সম্মানিত নাগরিকদের জন্য অর্পিত দায়িত্ব পালন করতে পারি।’

তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঢাকা-১০ কে উন্নয়নে দশে দশ রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

এমএস

Wordbridge School
Link copied!