• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে, বন্ধুত্ব থাকবে: মাহি


বিনোদন ডেস্ক মার্চ ১৭, ২০২৪, ০৩:৩৫ পিএম
আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে, বন্ধুত্ব থাকবে: মাহি

ঢাকা: আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদের পথে হাঁটলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ও স্বামী রাকিব সরকার। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই।

মাহি জানিয়েছেন, রাকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে তার। তবে বিচ্ছেদ হলেও নিজেদের মাঝে বন্ধুত্ব থাকবে।

এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে। যদিও আমরা দুজনেই চেষ্টা করেছি একসঙ্গে থাকার। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো।’

মাহি আরও বলেন, ‘যেহেতু সে ফারিশের বাবা এবং এখনো তার সঙ্গে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ। তার সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু সে ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।’

এসময় রাকিবের প্রশংসা করে মাহি বলেন, ‘আমার জীবনের যতটুকু রাজনৈতিক অর্জন, সবটাই তার জন্য। একটা পোস্টার থেকে শুরু করে রাজনৈতিক যেকোনো কিছু, সে এত সুন্দর করে সব গুছিয়ে দিয়েছে আমাকে, একা হলে কখনোই পারতাম না। এর পেছনে সব কৃতিত্বই রাকিবের। সে মানুষটা অনেক ভালো, এই তিনটা বছর আমি তাকে কাছ থেকে দেখেছি। সে ভীষণ ভালো একজন মানুষ, পরোপকারী। কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা, দ্যাটস ইট।’

সাক্ষাৎকারে রাকিব সরকারের বিভিন্ন স্ট্যাটাস প্রসঙ্গেও মুখ খুলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘রাকিব স্ট্যাটাস দিয়েছে, মানুষ এটা নিয়ে আমাকে খোঁচাখুঁচি করেছে। আসলে তার মাথা একটু গরম আছে। রাগের মাথায় অনেক সময় অনেক কিছু বলে ফেলে, লিখে ফেলে। কিন্তু যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে। তাকে নিয়ে একটা নেতিবাচক কথা বললে আমি নিজেই আয়নার সামনে দাঁড়াতে পারব না।’

আইএ

Wordbridge School
Link copied!