• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফের কম বয়সী যুবকের প্রেমে পঞ্চাশের মালাইকা


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১১, ২০২৪, ১২:০৩ পিএম
ফের কম বয়সী যুবকের প্রেমে পঞ্চাশের মালাইকা

ঢাকা: ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের বিয়ে টেকেনি অভিনেত্রীর। এরপর হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সঙ্গে ৫ বছরের প্রেম। আর তা ভাঙতেই এবার নতুন প্রেমে মালাইকা!  বি-টাউনে গুঞ্জন, রাহুল বিজয় নামে এক যুবকের প্রেমে মজেছেন অভিনেত্রী।

গুঞ্জনের শুরুটা হয়েছিল গায়ক এপি ধিলোর একটি কনসার্ট থেকে। একটি ভাইরাল ক্লিপে দেখা যায়, এপি মালাইকাকে মঞ্চে উষ্ণ আলিঙ্গন করেন। কিন্তু না, এপি ধিলোঁর সঙ্গে ডেট করছেন না মালাইকা। মালাইকার নতুন প্রেমিক রাহুল বিজয়, যার সাথে তিনি কনসার্টে অংশ নিয়েছিলেন। 

সম্প্রতি এক ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্ট থেকে মালাইকার একটি ছবি শেয়ার করেন রাহুল। ক্যাপশনে তিনি লেখেন, ‘দাঁড়ান, এটা কি মালাইকার কনসার্ট ছিল?’ এরপরে দুজনের একটি মিষ্টি সেলফিও শেয়ার করেন রাহুল। কিন্তু মালাইকার জীবনের কে এই নতুন পুরুষ, যিনি নায়িকার মনের ক্ষত সারাচ্ছেন।

রাহুল একজন ফ্যাশন স্টাইলিস্ট এবং ফ্যাশন ডিজাইনের ডিগ্রিধারী সৃজনশীল পরামর্শদাতা। তিনি জি-কিউ ইন্ডিয়া, হার্পার্স বাজার ইন্ডিয়া এবং এলির মতো জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের প্রাক্তন সম্পাদক। এছাড়াও রাহুল বিনোদন জগতের সাথেও দীর্ঘদিন সংযুক্ত রয়েছেন।

২০১১ সালে ফ্যাশন ইন্টার্ন হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন রাহুল। ইন্ডাস্ট্রিতে তার বয়স মাত্র ১৩ বছর। এখনও ৪০-এর গণ্ডি পার করেননি মালাইকার চর্চিত প্রেমিক। অভিনেত্রীর চেয়ে বয়সে অনেকটাই ছোট তিনি।

উল্লেখ্য, আরবাজ খানের ডিভোর্স মঞ্জুর হওয়ার আগে অর্জুনকে ডেট করা শুরু করেছিলেন মালাইকা। কিন্তু চলতি বছরের অক্টোবরে 'সিংহাম অ্যাগেইন' ছবির প্রচারে অর্জুন স্পষ্ট বলেছিলেন, তিনি এখন সিঙ্গেল। এখন নতুন চর্চা মালাইকার জীবনে এসেছে অন্য পুরুষ।

ইউআর

Wordbridge School
Link copied!