• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমি বিয়ে লুকিয়ে রাখতে চাইনি: তাহসান


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ৭, ২০২৫, ০৭:১৩ পিএম
আমি বিয়ে লুকিয়ে রাখতে চাইনি: তাহসান

ঢাকা : দেশের সামাজিক মিডিয়ায় অন্যতম চর্চিত নাম তাহসান ও রোজা আহমেদ। যারা সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। যদিও অন্য একটি দল স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তার বয়সের পার্থক্য ও দু’জনের অতীত নিয়ে সমালোচনায় মেতেছেন।

বিষয়গুলো নিয়ে বরাবরের মতোই নীরব তাহসান। অতীতেও অভিনেত্রী মিথিলার সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে কম আলোচনা হয়নি। প্রতিবারই এই অভিনেতা থেকেছেন নীরব ভূমিকায়। এবারও শুরু থেকেই তাই করেছেন। বিয়ে করলেও কোনো ঢাক-ঢোল পেটাননি। বরং পারিবারিক আয়োজনেই সকল অনুষ্ঠান ও কার্যক্রম সম্পন্ন করেছেন। 

শনিবার (৪ জানুয়ারি) বিয়ের পর সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় অবশ্য প্রকাশ্যে আসতেই হয়েছে তাহসানকে। উদ্দেশ্য, তার নতুন গানের মুক্তি। যে উপলক্ষ্যে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সেখানেই বিয়ে নিয়ে নানা সমালোচনা-বিতর্কের জবাবে ঠান্ডা মাথায় তাহসানসুলভ উত্তরই দিতে দেখা গেল অভিনেতাকে।  এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তাহসান বললেন, ‘আমাদের দেশের মানুষের মধ্যে রসবোধটা একটু বেশি। এছাড়া আমরা জাতিগতভাবে একটু বেশি বিচারকধর্মী। কিছু মানুষ আছেন যারা সব সময় চুলচেরা বিশ্লেষণ নিয়ে একটু বেশি ব্যস্ত থাকেন। এটা উচিৎ না। এসব বিষয় মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন।’

বিয়ের পরের অনুভূতি জানতে চাইলে শুধুই হাসলেন অভিনেতা। এরপর বললেন, ‘আমি অন্য আর দশজন মানুষের মতোই। বিয়ে হলো আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ। আর্টিস্ট হিসেবে মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু জানতে চায় তাই বিয়ের মতো এত বড় একটি বিষয় লুকিয়ে রাখতে চাইনি। এর বাইরে আমার কিছু বলার নেই।’

এদিন প্রকাশ পেয়েছে তাহসান খান ও সিঁথি সাহার গান ‘একা ঘর আমার’। বিরহ ধাচের গানটি লিখেছেন তাহসান নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন তাহসান। সঙ্গে ছিলেন সিঁথি সাহা, সাজিদ সরকারসহ আরও অনেকে।

গানটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘সাত থেকে আট মাসে আগেই গানটি লেখা। একটা মানুষের প্রেমে পড়ে গেলে সেই মানুষটার প্রতি অনেক প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশা পূরণ না হলে মানুষের কষ্ট অনেক বেশি হয়। এমনও হয়, আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে আর আপনি সেই কষ্টটা পুষে রাখছেন। বলতে গেলে একটা মানুষকে ভালোবাসি আবার সেই মানুষটাকে ঘৃণাও করি- এমন চিন্তা থেকেই এই গানটি মাথায় এসেছে। সত্যি বলতে গত ২০-২২ বছর ধরে অনেক ধরণের গান করেছি কিন্তু বিরহের গানের জন্যই দর্শকের বেশি ভালোবাসা পেয়েছি। এবারও তাই হলো।’

এমটিআই

Wordbridge School
Link copied!