• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুই ভাই আমার কোলে বসে ছবিও তুলেছিল, আমিও মুগ্ধ-স্নিগ্ধর মামা: আসিফ


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১১:৫৩ এএম
দুই ভাই আমার কোলে বসে ছবিও তুলেছিল, আমিও মুগ্ধ-স্নিগ্ধর মামা: আসিফ

ঢাকা: গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি আন্দোলনে ছাত্র-জনতার মাঝে পানি বিতরণ করছিলেন। তার সেই পানি বিলিয়ে দেওয়া অমর উক্তি আজও দেশের মানুষের হৃদয়ে কাঁপিয়ে দেয়- পানি লাগবে পানি।

সম্প্রতি মুগ্ধ ও তারই যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে নিয়ে পুরোনো স্মৃতি রোমন্থন করলেন দেশের বিনোদন জগতের সংগীতাঙ্গনের যুবরাজখ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। গতকাল শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্নিগ্ধের সঙ্গে দুটি ছবি প্রকাশ করেছেন এ যুবরাজ। 

সামাজিক মাধ্যমে সেই ছবিগুলো প্রকাশ করে আসিফ আকবর লিখেছেন—

জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ মীর মুগ্ধ। তারই টুইন ব্রাদার মীর স্নিগ্ধ। তাদের একমাত্র মামা মইনুল হোসেন চৌধুরী দীর্ঘদিন আমার সঙ্গে ছিল। ওই হিসাবে আমিও স্নিগ্ধর মামা। মইনুলের বিয়ের সময় মুগ্ধ-স্নিগ্ধ ছোট ছিল। দুই ভাই আমার কোলে বসে ছবিও তুলেছিল, খুঁজলে হয়তো পাওয়া যাবে। 

যুবরাজ আরও বলেন, মুগ্ধ নিজে ছিল স্কাউট, স্নিগ্ধও তাই। আগামী ২০ ফেব্রুয়ারি রোভার স্কাউটের ৭ম জাতীয় কমডেকা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জে। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যার। স্নিগ্ধসহ একদল স্কাউট অফিসে এসে একটা গান ধরিয়ে দিয়ে বলল গাইতেই হবে— এটা থিম সং। পরে সংগীত পরিচালক জাবেদ আহমেদ কিসলু গানটিকে পরিমার্জন করে একটা কম্পোজিশন তৈরি করেছে। গানটি গেয়েও ফেলেছি। ইংল্যান্ড সফরের কারণে মূল অনুষ্ঠানে থাকতে পারব না। 

আসিফ বলেন, স্নিগ্ধ জুলাই বিপ্লবের ছবিসংবলিত স্কাউটের ক্যালেন্ডার গিফট করেছে। একজন এক্স স্কাউট হিসেবে আমি গর্বিত এমন কাজের অংশ হতে পেরে। স্নিগ্ধর সঙ্গে দেখা হওয়ার পর থেকে বুকের ভেতরের মোচড়টা আর বন্ধ হচ্ছে না।

একবুক কষ্ট নিয়ে যুবরাজ বলেন,  শহীদ মুগ্ধর অমর উক্তি— পানি লাগবে পানি! বারবার আপ্লুত হয়ে যাই। তিনি বলেন, এগিয়ে যাক তরুণ প্রজন্ম। তারুণ্যের জয়গান গাইতে সবসময়ই ভালো লাগে আমার, গেয়েই যাব। ভালোবাসা অবিরাম...।

ইউআর

Wordbridge School
Link copied!