• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সবাইকে বিয়ের দাওয়াত দিলেন অভিনেত্রী মেহজাবীন!


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১২:৩২ পিএম
সবাইকে বিয়ের দাওয়াত দিলেন অভিনেত্রী মেহজাবীন!

ঢাকা: বর্তমানে শোবিজ ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম ব্যক্তি মেহজাবীন চৌধুরী। গত দু-এক দিনে সব ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা জেনে গেছেন―কয়েকদিন পরই বিয়ের আসরে বসতে যাচ্ছেন এ অভিনেত্রী।

মেহজাবীনের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই যেমন নানা আলোচনা ও চর্চা শুরু হয়েছে, একইসঙ্গে ইন্ডাস্ট্রির অনেক সহকর্মীই বিয়ের নেমন্তন্ন পাওয়ার জন্য করছেন অপেক্ষা। সহকর্মীদের নেমন্তন্নের অপেক্ষা থাকলেও শুভ কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর শুভাকাঙ্ক্ষীরা। তবে কাউকে নেমন্তন্ন থেকে নিরাশ করেননি এ তারকা অভিনেত্রী।

আলোচিত এ অভিনেত্রী সবাইকে বিয়ের দাওয়াত করেছেন। যদিও তা নিজের বিয়ের নয়! তাহলে এখন প্রশ্ন হচ্ছে―কার বিয়েতে দাওয়াত করেছেন তিনি? হ্যাঁ, ‘অর্পা’র বিয়েতে সবাইকে দাওয়াত জানিয়েছেন এ তারকা।

প্রথমে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য। তবে কে এই অর্পা? মূলত অর্পাই মেহজাবীন, আবার মেহজাবীনই অর্পা। একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘নীল সুখ’ নামের একটি সিনেমা চলছে। এ সিনেমায় অর্পা চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে তার বরের নাম মারুফ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার মহাখালী এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘নীল সুখ’র উদ্বোধনী প্রদর্শনী শুরু হওয়ার সময় ফেসবুক ভেরিফায়েড পেজে সিনেমাটি সবাইকে দেখার দাওয়াত করেন মেহজাবীন।
 

ইউআর

Wordbridge School
Link copied!