• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গুলিবিদ্ধ ছোট পর্দার অভিনেতা আজাদ


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০২:৫৯ পিএম
গুলিবিদ্ধ ছোট পর্দার অভিনেতা আজাদ

ঢাকা: বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায় সদা হাস্যোজ্জ্বল এই তরুণ এখন ভালো নেই। আজ ভোর রাতে আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি!

অভিনেতার বিষয়টি নিশ্চিত করেছেন আজাদের সহশিল্পী ও এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান। তিনি বেলা ২ টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা আজাদের ফেসবুক আইডি ট্যাগ করে লেখেন, ‘আশুলিয়ায় গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ’।

তার এই পোস্টেও কমেন্টে অনেকেই ঘটনা সম্পর্কে জানতে চেয়েছেন। কেউ ভেবেছেন এটি নাটকের কোন দৃশ্য কি না। সেই সব মন্তব্যের জবাবে সাংবাদিক জাহিদুর রহমান বলেছেন, না, ঘটনাটি বাস্তব। আজাদের নিজ বাড়িতেই তা ঘটেছে।

আরেক জনের মন্তব্যে আরেকটু বিস্তারিত জানা যায়। উম্মে আইমান হোসেন নামের সেই নেটিজেন লিখেছেন, আজ ভোর রাতে এই অভিনেতার বাড়িতে ডাকাতির উদ্দেশ্য একদল দূর্বৃত্তকারী প্রবেশ করে। ঘটনাক্রমে তাদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন আজাদ। 

তবে এই ঘটনা নিয়ে শোবিজের অন্য কোন তারকা কিংবা সূত্র থেকে কোন বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইউআর

Wordbridge School
Link copied!