• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না: দীঘি


বিনোদন ডেস্ক অক্টোবর ২৩, ২০২৫, ১০:২২ এএম
এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না: দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি

শিশুশিল্পী থেকে নায়িকা—এই দীর্ঘ পথচলা ছিল প্রশংসা আর সমালোচনার মিশেলে গড়া। কিন্তু এখনকার প্রার্থনা ফারদিন দীঘি একেবারেই বদলে গেছেন। ঝড়-ঝাপটা পেরিয়ে আজ তিনি আরও দৃঢ়, পরিণত ও আত্মবিশ্বাসী।

সম্প্রতি নতুন সিনেমা ‘বিদায়’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ সিনেমায় দীঘির সহশিল্পী হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ।

জানা গেছে, সিনেমাটির শুটিং চলছে সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে, যা চলবে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এরপর মধ্যপ্রাচ্যের একটি দেশে হবে সিনেমার আরও কিছু দৃশ্যের চিত্রায়ণ।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়, যিনি এর আগে বরবাদ সিনেমা নির্মাণ করে আলোচনায় এসেছিলেন। প্রযোজনায় আছেন শাহরিন আক্তার।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দীঘি বলেন, “নায়িকা হওয়ার পর অনেক সমালোচনার মুখে পড়েছি, কিন্তু সেগুলোই আমাকে শক্ত করেছে। এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না, মনোযোগ দিই নিজের কাজে।”

দীঘি আরো বলেন, “প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চরিত্রের ভেতরেই আমি নিজের খোঁজ পাই। কাজ করলে সমালোচনা আসবেই—আগে কষ্ট পেতাম, এখন বুঝেছি, অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।”

এর আগে এ বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমা। সেখানে সিয়াম আহমেদের বিপরীতে তার অভিনয় প্রশংসা কুড়ায় এবং সিনেমাটি বাণিজ্যিকভাবেও ভালো সাড়া ফেলে।

এম

Wordbridge School
Link copied!