• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১৪ বছরের দাম্পত্য শেষ, স্বামীর কাছে ৬৮ কোটি টাকা দাবি করলেন অভিনেত্রী


বিনোদন ডেস্ক নভেম্বর ২৭, ২০২৫, ১২:৪৬ পিএম
১৪ বছরের দাম্পত্য শেষ, স্বামীর কাছে ৬৮ কোটি টাকা দাবি করলেন অভিনেত্রী

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটার হাগ-এর বিরুদ্ধে মুম্বাই আদালতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের ২(এ) ধারায় মামলা দায়ের করেছেন তিনি।

মঙ্গলবার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এস. সি. তাডয়ের আদালতে মামলার আবেদন শুনানি হয় এবং পরে পিটারকে নোটিশ পাঠানো হয়। মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৭ বছর বয়সী সেলিনা অভিযোগ করেছেন, পিটার হাগের হাতে তিনি মানসিক, শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। তাদের সন্তানরা বর্তমানে অস্ট্রিয়ায় পিতার সঙ্গে বসবাস করছে।

মুম্বাই আদালতে সেলিনা স্বামীর কাছ থেকে ৫০ কোটি রুপি (প্রায় ৬৮ কোটি টাকা) খোরপোশ দাবি করেছেন। পাশাপাশি, সন্তানদের জন্য মাসিক ১০ লাখ রুপি সহায়তারও আবেদন করেছেন।

পিটার হাগ একজন প্রখ্যাত অস্ট্রিয়ান উদ্যোক্তা ও হোটেল ব্যবসায়ী। দুবাই ও সিঙ্গাপুরের নামকরা হোটেল চেইনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে সেলিনা জেটলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিবাহ থেকে যমজ সন্তান রয়েছে। পরে আরও একটি যমজ সন্তানের জন্ম হয়, যার একজন হৃদরোগে মারা যান।

সেলিনা-পিটারের দাম্পত্য এবং মামলার বিষয়টি এখন সংবাদ শিরোনামে। আগামী শুনানি ১২ ডিসেম্বর হবে।

এম

Wordbridge School
Link copied!