• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রিয়াজের মৃত্যুর খবরে যা বললেন স্ত্রী তিনা


বিনোদন ডেস্ক ডিসেম্বর ২৫, ২০২৫, ০৬:৫১ পিএম
রিয়াজের মৃত্যুর খবরে যা বললেন স্ত্রী তিনা

ফাইল ছবি

মঙ্গলবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। খবরটি ঘিরে ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়। তবে নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এখনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়নি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি জানিয়েছে, তারা এ ধরনের কোনো তথ্য পাননি। গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে রিয়াজ আত্মগোপনে রয়েছেন বলে আলোচনা রয়েছে। তার বর্তমান অবস্থান নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে—কেউ বলছেন তিনি ভারতে আছেন, কেউ বলেন দেশে, তবে প্রকাশ্য চোখের আড়ালে। এছাড়া তার ব্যবহৃত মোবাইল নম্বরও দীর্ঘদিন বন্ধ রয়েছে।

বুধবার সন্ধ্যায় রিয়াজের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি জীবিত এবং সুস্থ রয়েছেন। অভিনেতার স্ত্রী তিনা বলেন, ‘এ ধরনের খবর একেবারেই সত্য নয়। যেখানেই আছে, ভালো আছে।’

নব্বইয়ের দশকের শেষভাগ থেকে প্রায় দুই দশক ধরে ঢালিউডে শীর্ষে ছিলেন রিয়াজ। ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। সর্বশেষ ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর মুক্তি পায় তাঁর অভিনীত সিনেমা অপারেশন সুন্দরবন। এরপর নতুন কোনো কাজে তাঁকে দেখা যায়নি।

বর্তমানে রিয়াজ আহমেদের মৃত্যুর খবর নিছক গুজব বলেই ধারণা করা হচ্ছে, যদিও তার অবস্থানকে ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!