• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তারেক রহমান-মান্নার ভাইরাল ছবি: কবে, কোথায় তোলা হয়েছিল সেই মুহূর্ত?


বিনোদন ডেস্ক ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:৫৯ পিএম
তারেক রহমান-মান্নার ভাইরাল ছবি: কবে, কোথায় তোলা হয়েছিল সেই মুহূর্ত?

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে যেমন আলোড়ন তুলেছে, তেমনি এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। এই উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠছে নানা পুরোনো স্মৃতি, ছবি ও গল্প। তারই মধ্যে প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে তারেক রহমানের একটি ছবি নতুন করে ভাইরাল হয়ে নেটিজেনদের কৌতূহল বাড়িয়েছে।

ছবিটিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল মুখে একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করছেন মান্না ও তারেক রহমান। রাজনৈতিক নেতা ও জনপ্রিয় নায়কের এই সৌজন্য বিনিময়ের দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে। অনেকেই জানতে চান—এই ছবিটি কবে তোলা, আর এর পেছনের গল্পই বা কী?

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি তোলা হয়েছিল বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত পহেলা বৈশাখের একটি সাংস্কৃতিক আয়োজনে। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান ও ঢাকাই সিনেমার তৎকালীন সুপারস্টার মান্না। অনুষ্ঠান চলাকালীন স্বাভাবিক সৌজন্য বিনিময়ের একটি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়, যা আজ রাজনৈতিক প্রেক্ষাপটে ফিরে এসেছে নতুন আলোচনায়।

শোবিজ অঙ্গনে তারেক রহমানের সঙ্গে অনেক জনপ্রিয় তারকার পরিচয় ও সুসম্পর্কের কথা আগেও আলোচিত হয়েছে। মান্নার সঙ্গে তোলা এই ছবিটি সেই সম্পর্কেরই একটি স্মরণীয় নিদর্শন বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার অন্যতম প্রভাবশালী নায়ক মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তারেক রহমানের দেশে ফেরার দিনে হঠাৎ ভাইরাল হওয়া এই ছবিটি রাজনৈতিক ঘটনার বাইরেও আবেগ, স্মৃতি ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে—যা নতুন প্রজন্মের কাছেও অতীতের একটি বিশেষ মুহূর্তকে সামনে এনে দিয়েছে।

এম

Wordbridge School
Link copied!