• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

একাত্তরে বাঙালি নারীদের ওপর অমানবিক নির্যাতন হয়েছিল: মোদি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৬, ২০২০, ১১:২৯ এএম
একাত্তরে বাঙালি নারীদের ওপর অমানবিক নির্যাতন হয়েছিল: মোদি

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হওয়া বর্বরতার কথা স্মরণ করে বলেছেন, এটি এমন এক সময় ছিল যখন পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের নিরীহ নাগরিকদের হত্যা করা ছাড়াও তাদের ওপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল।

পাকিস্তানের ভয়াবহ চেহারা বিশ্বের সামনে প্রকাশিত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘নারীদের ওপর অমানবিক নির্যাতন করা হয়েছিল। পাকিস্তানি সেনাবাহিনীর এ কুখ্যাতি দেশটির ঘৃণ্য চেহারা বিশ্বের সামনে উন্মোচিত করেছিল।’

শনিবার (১৫ নভেম্বর) সীমান্তে অবস্থানরত ভারতীয় সেনাদের নিয়ে দীপাবলি উদযাপন করতে রাজস্থানের জয়সালমির সফর করেন নরেন্দ্র মোদী।

দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত, সেনাবাহিনী প্রধান এমএম নারাভানে ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক রাকেশ আস্থানা এ সময় উপস্থিত ছিলেন।

লঙ্গেওয়ালায় সেনাদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় তাদের ভারতের প্রত্যেক নাগরিকের পক্ষ থেকে দীপাবলির শুভেচ্ছা জানান মোদী।  

তিনি বলেন, ‘আপনারা যতক্ষণ এখানে থাকবেন (সীমান্তে) ততক্ষণ এ দেশে দীপাবলি পুরোদমে উদযাপন অব্যাহত থাকবে।’

একাত্তরের বর্বরতা থেকে বিশ্বের দৃষ্টি সরিয়ে নিতে পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে আক্রমণ চালিয়েছিল উল্লেখ করে মোদি বলেন, ‘পাকিস্তান ভেবেছিল ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে আক্রমণের পর ভারতকে দোষ দিয়ে বাংলাদেশে তাদের সমস্ত পাপ মুছে ফেলতে সক্ষম হবে। কিন্তু আমাদের সেনাদের উপযুক্ত জবাবে পাকিস্তান লাঞ্ছিত হয়েছে।’

তিনি বলেন, ভারতের বীরদের জয়ের গল্প শুনে পুরো জাতি গর্বিত ও সাহসী বোধ করবে, যা নতুন এবং ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে।  তথ্য-ইউএনবি

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!