• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবার হোয়াইট হাউজ ছাড়তে শর্ত দিলেন ট্রাম্প


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৮, ২০২০, ১২:৩৯ পিএম
এবার হোয়াইট হাউজ ছাড়তে শর্ত দিলেন ট্রাম্প

ফাইল ছবি

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৩ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গেল ২৪ দিনে সাংবাদিকদের মুখোমুখি হননি ডোনাল্ড ট্রাম্প। অবশেষে স্থানীয় সময় শুক্রবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউজ ছাড়ার ইঙ্গিত দেন। তবে তার জন্য তিনি শর্তযুক্ত করেন।

শর্ত হচ্ছে যদি ইলেক্টোরাল কলেজ সরকারিভাবে ঘোষণা করে যে, বাইডেনই নির্বাচনে জয়ী হয়েছেন। একমাত্র ইলেক্টোরাল কলেজ বাইডেনের জয় ঘোষণা করলেই হোয়াইট হাউস ছাড়বেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আর যদি ইলেক্টোরাল কলেজ বলে যে ভুল হয়েছে, তাহলে হার স্বীকার করা খুব কঠিন হবে। এখন থেকে ২০ জানুয়ারি পর্যন্ত অনেক কিছু হবে। এই নির্বাচন পুরোটাই জাল। আমেরিকার ভোটের পরিকাঠামো তৃতীয় বিশ্বের মতো। এ নির্বাচন জালিয়াতিপূর্ণ ছিল।’

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল ভোট। আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেকটোরাল ভোট। বড় ব্যবধানে এগিয়ে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন বাইডেন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!