• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্বে করোনায় একদিনে সাড়ে ১৩ হাজার মানুষের মৃত্যু


আর্ন্তজাতিক ডেস্ক ডিসেম্বর ১৭, ২০২০, ১১:০৭ এএম
বিশ্বে করোনায় একদিনে সাড়ে ১৩ হাজার মানুষের মৃত্যু

ফাইল ফটো

ঢাকা: জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ১৩ হাজার ৫৩৪ জনের মৃত্যু হয়েছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৭ হাজার ৮৭৩ জনে। বুধবার সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা ছিল ১৬ লাখ ৩৪ হাজার ৩৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় প্রায় ৭ লাখের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৪১ লাখ ৫৮ হাজার ৪৭০ জনে। বুধবার এ সংখ্যা ছিল ৭ কোটি ৩৪ লাখের বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ২৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট ৩ লাখ ৭ হাজার ২৯১ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

ভারতে মোট আক্রান্ত ৯৯ লাখ ৩২ হাজার ৫৪৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৪ হাজারের বেশি। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৭০ লাখের বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৭৩৫ জনের। তথ্য-ইউএনবি

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!