• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইতালিতে ফের লকডাউন


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ১৯, ২০২০, ০৮:৩৩ পিএম
ইতালিতে ফের লকডাউন

ফাইল ছবি

ঢাকা: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বড়দিন এবং নতুন বর্ষবরণে দেশের বড় অংশজুড়ে লকডাউন দিয়েছে ইতালি। নির্দেশনা অনুযায়ী অত্যাবশ্যকীয় নয় এমন দোকানপাট, রেস্তোরাঁ, বার বন্ধ থাকবে। সরকারি ছুটির দিনে পুরো দেশ থাকবে বিধিনিষেধের ‘রেড জোনে’। কর্মক্ষেত্রে যাওয়া, স্বাস্থ্য ও অন্যান্য জরুরি প্রয়োজনে শুধু ইতালিয়ানদের সফরের অনুমতি দেয়া হবে। 

ইতালির প্রধানমন্ত্রী গসেপে কোনতে বলেছেন, এটা কোনো সহজ সিদ্ধান্ত নয়। বড়দিনের অনুষ্ঠানে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে আমাদের বিশেষজ্ঞরা খুব বেশি উদ্বিগ্ন। তাই আমাদেরকে ব্যবস্থা নিতে হয়েছে। 

উল্লেখ্য, ইউরোপে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। এই সংখ্যা এখন ৬৮ হাজারের কাছাকাছি। এ অবস্থায় এ মাসের শেষের দিকে সেখানে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হতে পারে। এর মধ্য দিয়ে করোনাভীতির অবসান শুরু হতে পারে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!