• ঢাকা
  • রবিবার, ১২ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আজ থেকে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে কারফিউ জোরদার হচ্ছে


আর্ন্তজাতিক ডেস্ক জানুয়ারি ২, ২০২১, ১১:৪২ এএম
আজ থেকে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে কারফিউ জোরদার হচ্ছে

ফাইল ফটো

ঢাকা: ফ্রান্সের ১৫টি অঞ্চলে করোনা সংক্রমণের তীব্রতা রোধে কারফিউ জোরদার করা হচ্ছে। দেশটির সরকার শুক্রবার এ ঘোষণা দিয়ে বলেছে, করোনা সংক্রমণ তীব্র হওয়ায় এসব অঞ্চলে রাত্রিকালীন কারফিউ’র সময় আরো দু’ঘন্টা বাড়ানো হচ্ছে। শনিবার (২ ডিসেম্বর) থেকে নতুন এই সিন্ধান্ত কার্যকর হবে।

বর্তমান দেশটিতে রাত ৮টার পর কারফিউ জারী রয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে রাত্রিকালীন কারফিউ রাত আটটার পরিবর্তে সন্ধ্যে ছয়টায় শুরু হবে। 

সরকারের মুখপাত্র গেব্রিয়েল আতাল বলেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে। তবে বিভিন্ন অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ভিন্নতা রয়েছে।

টিএফআই সম্প্রচার কেন্দ্রকে তিনি আরো জানান, থিয়েটার, সিনেমা ও কনসার্ট হলগুলো ৭ জানুয়ারি থেকে খুলে দেয়া সম্ভব হবে না।

এদিকে টিএফআই থেকে বলা হয়েছে, দেশটিতে টিকা প্রদানের গতি খুব ধীর। গত সপ্তাহে শুরুর পর এ পর্যন্ত মোট ৩৩২ জনকে টিকা দেয়া সম্ভব হয়েছে। অপরদিকে জার্মানীতে এক লাখ ৩০ হাজার লোককে টিকা টিকা দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে সরকারের ওই মুখপাত্র বলেন, ফরাসী সরকার কেয়ার হোমে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার কাজ শুরু করেছে। এখানে সময় বেশি লাগছে।

এছাড়া ছয় মাসের কর্মসূচির মূল্যায়ন মাত্র কয়েকদিনে করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!