• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের অপমানজনক বিদায়ে ইরানের বিজয়


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২১, ১২:১৯ পিএম
ট্রাম্পের অপমানজনক বিদায়ে ইরানের বিজয়

ঢাকা : মার্কিন কংগ্রেসের ক্যাপিটাল হিলে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলা ও হামলায় উস্কে দেয়ায় অভিশংসিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্তে দেশটির নজিরবিহীন এই ঘটনা দ্বিতীয়বার ঘটলো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অপমানজনক বিদায়ে ইরানে খুশির হাওয়া বইছে।

প্রেসিডেন্ট রুহানি বুধবার তেহরানে এক বক্তৃতায় বলেন,‘বিশ্ববাসী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ‘স্বৈরশাসকের’ পতনের অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে।’ 

রুহানি বলেন, ‘ট্রাম্প প্রশাসনের অপমানজনক বিদায় প্রমাণ করছে, বলপ্রয়োগ, বর্ণবাদ ও আইন লঙ্ঘনের পরিণতি ভালো হয় না।যেদিন ইরানি জনগণ চাপপ্রয়োগ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের বিজয় অনুভব করছে ওই একই দিন যুক্তরাষ্ট্রের জনগণ তাদের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিশাল ব্যর্থতা ও নিজেদের মধ্যে ভয়াবহ বিভক্তি প্রত্যক্ষ করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের একটি প্রশাসনের পতন দেখছি না বরং একই সাথে ইরানের মতো একটি দেশের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতির করুণ পরিণতি দেখতে পাচ্ছি।’

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘যে ব্যক্তির রাজনৈতিক বোঝাপড়ার অভাব রয়েছে তার হাতে একটি দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। আর তার সাথে জুটেছিল এক নির্বোধ পররাষ্ট্রমন্ত্রী ও একজন অজ্ঞ ও উগ্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। প্রেসিডেন্ট জুয়ার বাজির মতো করে এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে সব সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। আর এসব কিছুর পরিণতি আমরা এখন প্রত্যক্ষ করছি।’

গত বুধবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক শ্বেতাঙ্গ দাঙ্গাবাজরা দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালায়। ওই সময় নিরাপত্তা বাহিনীর সাথে তাদের সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা ও এক নারীসহ পাঁচজন নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্প ওই হামলার পর দাঙ্গাকারীদের সমর্থন করে বক্তব্য রাখেন এবং এখন পর্যন্ত এ ব্যাপারে অনুতাপ প্রকাশ করেননি। ওই ঘটনার দায়ে মার্কিন প্রতিনিধি পরিষদ গতরাতে তাকে ইমপিচ করেছে। সূত্র : পার্সটুডে

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!