• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

এবারও রেহাই পেলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১৪, ২০২১, ০৯:২১ এএম
এবারও রেহাই পেলেন ট্রাম্প

ঢাকা: অভিশংসন বিচারে আবারও রেহাই পেলেন যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করতে সিনেটে যে দাবি উঠেছিল এর মাধ্যমে তার রায়ে পার পেয়ে গেলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কোনো প্রেসিডেন্টকে অভিশংসিত করতে হলে ১০০ সদস্যের সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। এক্ষেত্রে ট্রাম্পকে অভিশংসিত করতে হলে ৬৭ জন সিনেটরকে ভোট দিতে হতো। কিন্তু অভিশংসনের পক্ষে ভোট দেন ৫৭ জন। আর বিপক্ষে ৪৩ জন। ১০ ভোট কম পাওয়ায় অভিশংসনের হাত থেকে সিনেটে দ্বিতীয়বারের মতো রক্ষা পেলেন ট্রাম্প। তবে সিনেটে ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন ৭ জন রিপাবলিকান সদস্য।

এদিকে সিনেটে খালাস পাওয়ার পর মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিশংসনের হাত থেকে মুক্তি পাওয়ার পরপরই দেওয়া এক বিবৃতিতে সিনেটের এই অভিশংসন শুনানির তীব্র সমালোচনা করেন তিনি। তিনি তার অভিশংসন বিচারকে ‘ইতিহাসের সবচেয়ে বড় ডাইনি খোঁজার মিশন’ বলে অভিহিত করেন।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!