• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট একুইনো মারা গেছেন


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৪, ২০২১, ০২:৩৫ পিএম
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট একুইনো মারা গেছেন

ছবি সংগৃহীত

ঢাকা: ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো একুইনো মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ জুন) দেশটির রাজধানী ম্যানিলার কাছে ক্যাপিটল মেডিকেল সেন্টারে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ মাস ধরে ডায়ালাইসিস করতে হতো একুইনোকে। সম্প্রতি তাঁর হৃৎপিণ্ডে অপারেশন হয়েছিল। অসুস্থ বোধ করায় বেনিগনো একুইনোকে বৃহস্পতিবার ভোরে হাসপাতালে নেওয়া হয়। এর পরপরই মৃত্যুর খবর জানান তাঁর সাবেক মুখপাত্র আবিগালি ভালতে।

বেনিগনো একুইনো ফিলিপাইনের ১৫তম প্রেসিডেন্ট ছিলেন। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দেশটিতে ক্ষমতায় ছিলেন। ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের পূর্বসূরি তিনি।

বেনিগনো একুইনো ফিলিপাইনের গণতন্ত্রের প্রতীক কোরাজন একুইনো ও সিনেটর বেনিগনো একুইনো জুনিয়রের একমাত্র ছেলে। তাঁর মা কোরাজন একুইনো ১৯৮৬ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ফিলিপাইনের ১১তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!