ঢাকা : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রেকর্ড ভাঙা বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে এবং রাস্তাঘাটে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয় সময় বুধবার (১ সেপ্টেম্বর) রাতে এমন বৃষ্টির পর শহরের মেয়র বিল ডি ব্লাসিও জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বুধবার গভীর রাতে নিউইয়র্ক সিটির প্রায় সব সাবওয়ে লাইনে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
জাতীয় আবহাওয়া পরিষেবা এদিন সন্ধ্যায় কমপক্ষে পাঁচটি আকস্মিক বন্যার কথা জানিয়েছে।
সোনালীনিউজ/এমটিআই







































