• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

করোনায় বিশ্বে মৃত্যু ৪৬ লাখ ছুঁই ছুঁই


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৭, ২০২১, ০৩:০৬ পিএম
করোনায় বিশ্বে মৃত্যু ৪৬ লাখ ছুঁই ছুঁই

ফাইল ছবি

ঢাকা : বিশ্বে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৮৮ হাজার ২১৩ জনে। মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ৬৫৮ জনে। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১৯ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার ১৮৬ জন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৭৯৪ জন আর মারা গেছেন ৬ লাখ ৬৬ হাজার ৫৫৯ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩২০ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৭৫ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ২ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৩ হাজার ৮৬৬ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!