• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে গুলি, নিহত ১


আন্তর্জাতিক ডেস্ক জুন ১, ২০২২, ১০:৩২ এএম
যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে গুলি, নিহত ১

ছবি: ইন্টারনেট

ঢাকা : টেক্সাসের স্কুলে প্রাণঘাতী হামলায় ১৮ শিশু প্রাণ হারানোর এক সপ্তাহ যেতে না যেতেই যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) লুইজিয়ানায় একটি হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠানস্থলে গুলিতে এক নারী নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে (বাংলাদেশ সময় রাত পৌনে ১০টা) জেভিয়ার ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারের পার্কিং লটে গুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়, যাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে বয়স্ক সেই নারী মারা যান।

নিউ অরলিন্স পুলিশের বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, জেভিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাসে সমাবর্তন কেন্দ্রের বাইরে গুলি চালানো হয়। সেখানে মরিস জেফ হাই স্কুলের স্নাতকরা সমবেত হয়েছিলেন।

নিউ অরলিন্স পুলিশের মুখপাত্র গ্যারি শিটস বলেন, গুলিবিদ্ধ হওয়ার আগে তিনজনই স্নাতক সমাবর্তন অনুষ্ঠানের জন্য সেখানে গিয়েছিলেন।

উল্লেখ্য, স্থানীয় সময় গত মঙ্গলবার টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়। সূত্র : এনডিটিভি

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!