• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ঈদুল আজহায় ৬ দিন ছুটি কুয়েতে


আন্তর্জাতিক ডেস্ক জুন ১০, ২০২৩, ০১:৪৭ পিএম
ঈদুল আজহায় ৬ দিন ছুটি কুয়েতে

ঢাকা : চলতি বছরের ঈদুল আজহা উপলক্ষে ৬ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।

শুক্রবার (৯ জুন) দেশটির মন্ত্রিসভা এই সিদ্ধান্ত জানায়।

কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনার বরাতে এক প্রতিবেদেনে এ খবর জানায় দা গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ছুটি কাটাবেন কুয়েতবাসী। ৩ জুলাই সোমবার থেকে ফের কাজ শুরু হবে দেশটির সরকারি-আধাসরকারি সব প্রতিষ্ঠান ও দপ্তরে।

মুসলমানদের সবচেয়ে বড় দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালিত হয় আরবি চান্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী। ঈদুল আজহা বা কোরবানির ঈদ ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় উৎসব। জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করেন মুসলিমরা।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, চাঁদ দেখার প্রেক্ষিতে ১৯শে জুন সোমবার থেকে জিলহজ মাস শুরু হলে হজ পালন হবে ২৭ জুন এবং ঈদুল আযহা পালিত হবে ২৮ জুন।

তবে সব কিছুই নির্ভর করবে চাঁদ দেখার উপর।

সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের ৬টি দেশ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে ঈদুল আজহা উপলক্ষে সাধারণত ৫ থেকে ৬ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!