• ঢাকা
  • রবিবার, ১৬ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

জেনিনে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার, ইসরায়েলের নিন্দা জানাল জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৪, ২০২৩, ০৩:৩১ পিএম
জেনিনে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার, ইসরায়েলের নিন্দা জানাল জাতিসংঘ

ঢাকা :  অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে এক অভিযানে অত্যাধুনিক সামরিক অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে সোমবার জেনিন শরণার্থী শিবিরে এ অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। অভিযানে শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হয়।

ইসরায়েলি বাহিনীর এই প্রাণঘাতী শক্তি ব্যবহারের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক।

২০ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো হেলিকপ্টার গানশিপের ব্যবহার করল ইসরায়েল। সোমবার জেনিন শরনার্থী শিবিরে অভিযানের সময় গানশিপ দিয়ে আঘাত করে ইসরায়েলি বাহিনী। এতে ৭ জন নিহতের পাশাপাশি ৯১ জন আহত হয়।

শুক্রবার এক বিবৃতিতে ভলকার টার্ক ইরায়েলকে সতর্ক করেণ যে ভারী অস্ত্র ব্যবহারের কারণে পরিস্থিতির তীব্র অবনতি হচ্ছে। ইসরায়েলকে সহিংসতা বন্ধ করার আহ্বান জানআন তিনি।

তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে এই সপ্তাহের সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে, যা রাজনৈতিক বাক্যালাপের মাধ্যমে প্ররোচিত। ইসরায়েলের উন্নত সামরিক অস্ত্রের ব্যবহার বেড়েছে।

টার্ক আরও বলেন, ইসরায়েলকে জরুরীভাবে পশ্চিম তীরে তার নীতি ও পদক্ষেপগুলিকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ করতে হবে, যার মধ্যে জীবনের অধিকার রক্ষা করা এবং সম্মান করা রয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!