ঢাকা : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৪ বছরের কম বয়সী শিশুদের জন্য ফেসবুক-টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে।
মঙ্গলবার (২৬ মার্চ) এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া নিয়ে নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রশাসন ইতিমধ্যে টিকটক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যেই ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানালেন, অপ্রাপ্তবয়স্করা যাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না পারে তা নিয়ে একটি আইনে সই করেছেন।
আইনে বলা হয়েছে, ১৩ বছর বয়স পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না। ১৪ এবং ১৫ বছরের কিশোর-কিশোরীরা অ্যাকাউন্ট করতে পারবে, কিন্তু এজন্য বাবা-মায়ের অনুমতি লাগবে। অন্যত্থায় যেসব কোম্পানি অ্যাকাউন্ট মুছে ফেলতে ব্যর্থ হবে তাদের গুনতে হবে জরিমানা।
ফ্লোরিডার স্থানীয় সরকার জানিয়েছে, এই আইন শিশুর বিকাশে সাহায্য করবে। বস্তুত অনেকদিন ধরেই ফ্লোরিডায় বিলটি নিয়ে বিতর্ক হচ্ছে। রাজ্যের স্পিকার পল রেনার আইনটিকে শীর্ষ অগ্রাধিকার বলে অভিহিত করেছেন। তার মতে, সোশ্যাল মিডিয়ার কারণে শিশুদের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এমটিআই







































