• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তুরস্কে সন্ত্রাসী হামলা, বেশ কয়েকজন হতাহত


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৩, ২০২৪, ০৮:৪৪ পিএম
তুরস্কে সন্ত্রাসী হামলা, বেশ কয়েকজন হতাহত

ঢাকা: তুরস্কের রাজধানী আঙ্কারার কাছাকাছি দেশটির মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানি চত্বরে সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সেদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এমনটি জানান।খবর আল জাজিরার।

মন্ত্রী আলি ইয়েরলিকায়া হামলা নিয়ে বিস্তারিত কিছু জানাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, আঙ্কারায় কাহরামানকাজানে তুর্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে সন্ত্রাসী হামলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, কাহরামানকাজানে হামলাস্থলে বড় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। শহরটি আঙ্কারা থেকে ৪০ কিলোমিটার উত্তরে।  

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। ভিডিও ফুটেজে গুলিবিনিময়ের ঘটনাও ঘটতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।  

বার্তাসংস্থা আনাদোলু জানায়, ঘটনাস্থলে জরুরি উদ্ধার সংস্থার সদস্যদের পাঠানো হয়েছে।  

আইএ

Wordbridge School
Link copied!