• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুতিনকে ফোন করে যুদ্ধের তীব্রতা না বাড়ানোর পরামর্শ ট্রাম্পের


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১১, ২০২৪, ১০:৩৫ এএম
পুতিনকে ফোন করে যুদ্ধের তীব্রতা না বাড়ানোর পরামর্শ ট্রাম্পের

ঢাকা: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে ইউক্রেন যুদ্ধের তীব্রতা না বাড়ানোর পরামর্শ দিয়েছেন। স্থানীয় সময় রোববার (১০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার ফ্লোরিডা থেকে পুতিনকে ফোন করেছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র এক দিন পরই এই ফোনালাপ হয়।

ইউক্রেনের প্রতি বাইডেন প্রশাসনের সামরিক ও আর্থিক সহায়তার ব্যাপ্তি নিয়ে কড়া সমালোচনা করে আসছেন ট্রাম্প। তার দাবি, দায়িত্ব পেলে ২৪ ঘণ্টায় তিনি যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। তবে তার পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্প ও পুতিনের কথোপকথন সম্পর্কে তারা আগে থেকে অবগত ছিল না। ফলে তাদের দিক থেকে কোনও সমর্থন বা বিরোধিতা প্রকাশ করা হয়নি।

ট্রাম্পের কমিউনিকেশনস ডাইরেক্টর স্টিভেন চিয়াং বলেছেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য বিশ্বনেতাদের মধ্যে ব্যক্তিগত কথোপকথন সম্পর্কে আমরা কোনো মন্তব্য করি না।'

৫ নভেম্বরের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানুয়ারির ২০ তারিখে দায়িত্ব গ্রহণ করবেন।

হোয়াইট হাউজে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। এ বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, বাইডেনের মূল বার্তা হবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি। তিনি ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন।

এম

Wordbridge School
Link copied!