• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১০, ২০২৫, ০৬:৩৭ পিএম
পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে: ট্রাম্প

ঢাকা: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হবে। 

যার আয়োজন চলছে। এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। তবে কবে নাগাদ এই দুই বিশ্ব নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে তার কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

পাম বিচের মার-এ-লাগোতে রিপাবলিকান গর্ভনরদের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন দেখা করতে চান। এমনকি প্রকাশ্যে। তাছাড়া আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে। এটি একটি রক্তাক্ত সংঘাত বলেও উল্লেখ করেন ট্রাম্প।

এর আগে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্পের যোগাযোগের আকাঙ্খাকে স্বাগত জানাবেন পুতিন।

তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো অনুরোধ জানানো হয়নি। তবে ট্রাম্প হোয়াইট হাউজে আসা পর্যন্ত অপেক্ষা করাটা যথাযথ হবে বলেও মন্তব্য করেন পেসকভ।

আর মাত্র কয়েক দিন পরেই হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রণহ করবেন আলোচিত-সমালোচিত প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যেই এমন তথ্য জানালেন ট্রাম্প। এর আগে নির্বাচনী ক্যাম্পেইনেও ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন।

এআর

Wordbridge School
Link copied!