• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

শপথ নিয়েই যা বললেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৫, ২০২৫, ০৩:৩৩ পিএম
শপথ নিয়েই যা বললেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

ঢাকা : কানাডা কখনই যুক্তরাষ্ট্রের অংশ হবে না বলে জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুক্রবার (১৪ মার্চ) কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে তার দেশের সঙ্গে সংযুক্ত করার যে হুমকি দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করে মার্ক কার্নি বলেন, আমরা কখনই, কোনো আকার বা আকৃতিতে যুক্তরাষ্ট্রের অংশ হব না। আমরা মৌলিকভাবে একটি আলাদা দেশ।

নতুন প্রধানমন্ত্রী বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘সম্মান প্রত্যাশা করে’। তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে ‘একত্রে কাজ করার’ উপায় খুঁজে বের করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

এক সপ্তাহেরও কম সময় আগে সদস্যদের ভোটে কানাডায় লিবারেল পার্টির নতুন নেতা বাছাই করা হয়। ভোটে ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন মার্ক কার্নি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ক্রিস্টিনা ফ্রিল্যান্ড ১১ হাজার ১৩৪ ভোট পান। প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নির নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক আক্রমণের প্রভাব কানাডার ওপর এতটাই বিস্তৃত এবং ক্ষতিকর যে, আগামী মাসগুলোতে এটি অন্যান্য সব বিষয়কে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন বাণিজ্য শুল্ক যদি দীর্ঘ সময় ধরে বহাল থাকে, সেক্ষেত্রে কানাডার ভঙ্গুর অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, অর্থনৈতিকভাবে বলতে গেলে কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হলে দেশটির জন্য ভালো হবে। তার এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে মার্ক কার্নি বলেন, এটা পাগলামি ছাড়া আর কিছু নয়।

 প্রায় এক দশক দায়িত্ব পালনের পর গত শুক্রবার সকালে জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিকভাবে কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন।

এমটিআই

Wordbridge School
Link copied!