• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিয়ানমারে ভূমিকম্প : কেমন আছেন অং সান সু চি


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৯, ২০২৫, ০১:৩৯ পিএম
মিয়ানমারে ভূমিকম্প : কেমন আছেন অং সান সু চি

ঢাকা : মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে দেশটির আটক সাবেক নেত্রী অং সান সু চি ক্ষতিগ্রস্ত হননি। তিনি দেশটির রাজধানী নাইপিদোতে কারাগারে নিরাপদে আছেন।

শনিবার (২৯ মার্চ) কারাগারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সু চি আটক রয়েছেন। ২০২৩ সালে তাকে কারাগার থেকে গৃহবন্দি করা হলেও পরে আবার রাজধানী নাইপিদোর কারাগারে ফিরিয়ে আনা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সু চি বর্তমানে কারাগারে নিরাপদে আছেন এবং ভূমিকম্পের কারণে তার কোনো ক্ষতি হয়নি। এই খবরটি মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি ও সু চির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য কিছুটা স্বস্তির বার্তা বয়ে এনেছে বলে মনে করা হচ্ছে।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে মিয়ানমারের কেন্দ্রীয় সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার অগভীর ভূমিকম্পটি আঘাত হানে। কয়েক মিনিটের মধ্যে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্পের কারণে মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভবন ধসে পড়েছে, সেতু ভেঙে গেছে এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ মারা গেছে বলে জানায় দেশটির সামরিক জান্তা।

এমটিআই

Wordbridge School
Link copied!