ঢাকা: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টেওয়ার্ট সেনাঘাঁটিতে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সকালে ঘাঁটির এক সেনা সদস্য হঠাৎ নিজের অস্ত্র দিয়ে গুলি চালান। এতে কমপক্ষে পাঁচজন সহকর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।
সিএনএনের খবরে বলা হয়, হামলাকারী হিসেবে ২৮ বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস রেডফোর্ডকে শনাক্ত করা হয়েছে। তিনি ফ্লোরিডার জ্যাকসনভিলের বাসিন্দা এবং সেনাবাহিনীর সক্রিয় সদস্য। ফোর্ট স্টেওয়ার্ট ঘাঁটির দ্বিতীয় ব্রিগেডে তিনি দায়িত্ব পালন করছিলেন।
২০১৮ সালে তিনি অটোমেটেড লজিস্টিক স্পেশালিস্ট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন। তার কোনো যুদ্ধ অভিজ্ঞতা নেই এবং এর আগে তার বিরুদ্ধে কোনো সামরিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি। হামলার পর তিনি জীবিত অবস্থায় আটক হন এবং বর্তমানে তাকে প্রি-ট্রায়াল বন্দিশালায় রাখা হয়েছে।
হামলার সময় রেডফোর্ড একটি ব্যক্তিগত হ্যান্ডগান ব্যবহার করেন। ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান, গুলি চালনার সময় অন্যান্য সেনারা দ্রুত ব্যবস্থা নেন এবং হামলার ৪০ মিনিটের মধ্যেই তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়। এখনো এ হামলার উদ্দেশ্য জানা যায়নি।
আহত সেনাদের মধ্যে দুজনকে সাভানার স্মৃতি স্বাস্থ্য হাসপাতালের মেডিকেল সেন্টারে এবং বাকি তিনজনকে সেনাবাহিনীর নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই স্থিতিশীল এবং আশাবাদী যে তারা শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে রেডফোর্ডকে মাদক গ্রহণ করে গাড়ি চালানোর দায়ে একবার আটক করা হয়েছিল।
সূত্র: সিএনএন
ওএফ







































