• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আলাস্কায় ১৫ আগস্ট পুতিন-ট্রাম্প বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৯, ২০২৫, ১০:১৭ এএম
আলাস্কায় ১৫ আগস্ট পুতিন-ট্রাম্প বৈঠক

ঢাকা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠক আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে আলাস্কায় মুখোমুখি হবেন এই দুই নেতা। খবর রয়টার্সের।

গতকাল শুক্রবার ওভাল অফিসে আর্মেনিয়া-আজারবাইজান চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। পরে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান, দুই নেতা ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদি ও শান্তিপূর্ণ সমাধানের জন্য বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করবেন।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর যথাযথ চাপ সৃষ্টি করা হলে যুদ্ধবিরতি সম্ভব। তিনি জানান, ইতোমধ্যে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ডজনখানেকের বেশি আলোচনা করেছেন এবং তার দল যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মস্কো-কিয়েভ সংঘাত বন্ধে কূটনৈতিক নানা পদক্ষেপ নিয়ে আসছেন ট্রাম্প। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন তিনি। গত বুধবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। উভয় পক্ষই সেই বৈঠককে ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছে।

ওএফ

Wordbridge School
Link copied!