ঢাকা : ইন্দোনেশিয়ার পাপুয়া উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্পের পর কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, সুনামি সতর্কতাও জারি করা হয়নি। সংবাদ মাধ্যম এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টা ২৪ মিনিটে দেশটিতে এই ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য মতে, ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার উপকূলীয় জনবহুল শহর আবেপুরা থেকে ১৯৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে।
ভূমিকম্পের পর প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
পিএস







































