• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বেলজিয়াম


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:৪৯ এএম
ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বেলজিয়াম

ছবি : সংগৃহীত

ঢাকা: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। চলতি শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে এই স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাক্সিম প্রেভোট লিখেছেন, জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে! এবং ইসরাইলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তিনি লিখেছেন, বেলজিয়াম ইসরাইলের ওপর ১২টি ‘কঠোর নিষেধাজ্ঞা’ আরোপ করবে, যার মধ্যে রয়েছে বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ‘ইসরাইলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় নীতি পর্যালোচনা।

ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় মানবিক বিপর্যয়ের আলোকে’ এই ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে গত জুলাই মাসে, বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় নৃশংসতায় অংশগ্রহণের অভিযোগে দুই ইসরাইলি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠান। 

আগামী ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের সাধারণ পরিষদ। সেখানে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ বেশ কয়েকটি দেশের।

এই বছরের এপ্রিল পর্যন্ত, প্রায় ১৪৭টি দেশ, যা জাতিসংঘের ৭৫ শতাংশ সদস্যের প্রতিনিধিত্ব করে, ইতোমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। অবশ্য কিছু দেশ বলেছে, তারাতাদের স্বীকৃতির জন্য শর্ত আরোপ করতে চায়।

এসআই

Wordbridge School
Link copied!