• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গাজায় হামাসের সঙ্গে গোত্রের লড়াই, নিহত অন্তত ২৭


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৩, ২০২৫, ০৯:২৬ এএম
গাজায় হামাসের সঙ্গে গোত্রের লড়াই, নিহত অন্তত ২৭

ফিলিস্তিনের গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় হামাসের নিরাপত্তা বাহিনী ও প্রভাবশালী দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। সংঘর্ষের সময় গোলাগুলিতে রণক্ষেত্রে পরিণত হয় দক্ষিণ গাজার গুরুত্বপূর্ণ এই এলাকা।

ঘটনাটি ঘটে শনিবার, যখন হামাসের নিরাপত্তা বাহিনী একটি বহুতল ভবনে আশ্রয় নেওয়া সশস্ত্র ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায়।

হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অভিযানের সময় দুগমুশ গোত্র ব্যাপক প্রতিরোধ গড়ে তুললে টানা গোলাগুলি শুরু হয়। এতে হামাসের আট সদস্য ও গোত্রটির ১৯ জন যোদ্ধা নিহত হন।

স্থানীয়রা জানিয়েছেন, ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের মধ্যে শত শত পরিবার আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। এক বাসিন্দা বলেন, এই প্রথম আমরা নিজেদের লোকদের হাত থেকে পালাচ্ছি, ইসরায়েলিদের হাত থেকে নয়।

এই এলাকাতেই অবস্থিত জর্ডানিয়ান হাসপাতালের কাছাকাছি সংঘর্ষ হওয়ায় জরুরি চিকিৎসা কার্যক্রমও ব্যাহত হয়।

সংঘর্ষের সূত্রপাত নিয়ে পরস্পরবিরোধী দাবি রয়েছে। হামাসের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি তাদের দুই যোদ্ধাকে হত্যা ও পাঁচজনকে আহত করেছিল দুগমুশ গোত্র। এর প্রতিক্রিয়ায়ই অভিযান চালানো হয়।

অন্যদিকে, দুগমুশ গোত্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হামাস তাদের একটি আশ্রয়কেন্দ্র দখলের চেষ্টা করছিল। ওই ভবনে আল-সাবরা এলাকা থেকে বাস্তুচ্যুত হওয়া পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছিলেন। গোত্রটির দাবি, হামাস জোরপূর্বক পরিবারগুলোকে উচ্ছেদ করে সেখানে ঘাঁটি গড়তে চেয়েছিল।

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের বাহিনী কাজ করছে এবং যে কোনো ‘অবৈধ সশস্ত্র গোষ্ঠী’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দুগমুশ গোত্র গাজা অঞ্চলের অন্যতম প্রভাবশালী পরিবার। দীর্ঘদিন ধরে হামাসের সঙ্গে তাদের টানাপোড়েন চললেও সাম্প্রতিক এ সংঘর্ষ দুই পক্ষের সম্পর্কে ফের তীব্র উত্তেজনা তৈরি করল। সূত্র: বিবিসি

এম

Wordbridge School
Link copied!