• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১৪, ২০২৫, ০৯:২৩ এএম
জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে তরুণ প্রজন্মের তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। বিরোধীদলীয় নেতাদের বরাতে এমন দাবি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

বিরোধীদলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলোনিয়াইকো সোমবার (১৩ অক্টোবর) জানান, রোববার সেনাবাহিনীর একটি অংশ বিদ্রোহ করে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়। এর পরপরই প্রেসিডেন্ট রাজোয়েলিনা একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেন।

প্রেসিডেন্ট বর্তমানে কোথায় আছেন, তা নিশ্চিত হওয়া না গেলেও ফরাসি গণমাধ্যম আরএফআই দাবি করেছে, তিনি ফ্রান্সে অবস্থান করছেন এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনায় পৌঁছেছেন এক ধরনের রাজনৈতিক আশ্রয়ের চুক্তিতে।

২৫ সেপ্টেম্বর শুরু হওয়া এই বিক্ষোভের মূল দাবি ছিল পানি ও বিদ্যুতের ঘাটতির বিরুদ্ধে। তবে খুব দ্রুতই তা রূপ নেয় বৃহত্তর দুর্নীতি, অব্যবস্থাপনা এবং মৌলিক নাগরিক সেবার অভাবের বিরুদ্ধে গণআন্দোলনে।

এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে মাদাগাস্কারের তরুণ প্রজন্ম—বিশেষ করে জেনারেশন জেড (জেন-জি)। সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত এই প্রজন্ম রাষ্ট্রীয় অব্যবস্থাপনার বিরুদ্ধে এক নতুন প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে।

জাতিসংঘের তথ্যমতে, আন্দোলন শুরুর পর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন।

বিক্ষোভ শুরু হওয়ার পর সেনাবাহিনীর একটি অংশ অস্ত্র নামিয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বিশ্লেষকরা বলছেন, এই সেনা বিদ্রোহই রাজোয়েলিনার পলায়নের মূল কারণ।

প্রেসিডেন্টের দপ্তর থেকে আগেই জানানো হয়েছিল, সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাজোয়েলিনা। কিন্তু সেই ভাষণ আর প্রচারিত হয়নি, বরং তার অনুপস্থিতি নিয়েই শুরু হয় গুঞ্জন।

মাদাগাস্কারে জেন-জির এই গণঅভ্যুত্থান শুধু দেশটির সীমায় সীমাবদ্ধ নেই। এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে নেপাল, কেনিয়া ও মরক্কোর তরুণদের আন্দোলনেও।

প্রায় ৩ কোটি মানুষের এই দ্বীপরাষ্ট্রে গড় বয়স ২০ বছরেরও নিচে। দেশটির প্রায় ৭৫% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, এবং স্বাধীনতার পর থেকে মাথাপিছু জিডিপি কমেছে ৪৫ শতাংশ।

বিশ্বে ভ্যানিলা রপ্তানিতে শীর্ষে থাকা দেশটি অর্থনীতির মূল ভরসা হিসেবে নির্ভর করে নিকেল, কোবাল্ট, বস্ত্র ও চিংড়ির ওপর।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্টের এই পলায়ন হয়তো স্থায়ী রাজনৈতিক পালাবদলের সূচনা হতে পারে। তবে অনেকে আশঙ্কা করছেন, নেতৃত্বশূন্যতায় বিশৃঙ্খলা আরও বাড়তে পারে।

তরুণ প্রজন্মের শক্তিশালী জাগরণ এবং সেনাবাহিনীর বিভক্ত অবস্থান মাদাগাস্কারকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।

এম

Wordbridge School
Link copied!