• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কানাডার সঙ্গে সব বাণিজ্যিক আলোচনা বাতিল করলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৪, ২০২৫, ১১:৪০ এএম
কানাডার সঙ্গে সব বাণিজ্যিক আলোচনা বাতিল করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডার সঙ্গে চলমান সব বাণিজ্যিক আলোচনা অবিলম্বে বাতিল করা হলো। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। 

ট্রাম্প দাবি করেছেন, কানাডা সম্প্রতি একটি বিজ্ঞাপন প্রচার করেছে, যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের শুল্ক নীতি নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছে। তিনি লিখেছেন, “কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সঙ্গে সমস্ত বাণিজ্য আলোচনা বাতিল করা হলো।”

এর আগে ট্রাম্প কানাডার পণ্য আমদানিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তবে ইউএসএমসিএ চুক্তির আওতাধীন পণ্যের ক্ষেত্রে তিনি কিছুটা ছাড় দিয়েছেন।

ইউএসএমসিএ হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে করা মুক্ত বাণিজ্য চুক্তি, যা ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রবর্তন করেছিলেন।

ট্রাম্প আরও কানাডিয়ান পণ্যের ওপর খাত-নির্দিষ্ট শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে ধাতুর ওপর ৫০ শতাংশ এবং অটোমোবাইলের ওপর ২৫ শতাংশ। সূত্র: বিবিসি

এম

Wordbridge School
Link copied!