• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২৮, ২০২৫, ০৯:০১ এএম
তুরস্কে শক্তিশালী ভূমিকম্প

তুরস্কের পশ্চিমাঞ্চলে সোমবার রাতে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিট) এই ভূমিকম্পটি আঘাত হানে, যার এপিসেন্টার ছিল বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫.৯৯ কিলোমিটার গভীরে ঘটে।

তুরস্কের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এবং দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা (আফাদ) জানিয়েছে, ভূমিকম্পের কম্পন ইস্তানবুল, বুরসা, মানসিয়া এবং ইজমির প্রদেশেও অনুভূত হয়। আফাদ আরও জানিয়েছে যে, সিন্দির্গি শহরে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এটি তুরস্কে গত কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ৬.১ মাত্রার ভূমিকম্পের ঘটনা। এর আগে গত আগস্ট মাসেও সিন্দির্গি অঞ্চলে একই মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার পর থেকে ওই এলাকায় ছোট আকারের ভূকম্পন চলছিল।

তুরস্ক ভূগর্ভের টেকটোনিক প্লেটের একটি বড় ফল্টলাইনের ওপর অবস্থিত, যা দেশটিকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে। গত ফেব্রুয়ারিতে ৭.৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, পাশাপাশি সিরিয়ার উত্তরাঞ্চলেও প্রায় ৬ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল।

এম

Wordbridge School
Link copied!