• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুদ্ধবিরতি চালিয়ে যেতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৩১, ২০২৫, ০৮:১৬ এএম
যুদ্ধবিরতি চালিয়ে যেতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান

তুরস্কে পাঁচ দিনের আলোচনার পর অবশেষে যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, “পাকিস্তান ও আফগানিস্তান উভয় দেশই চলমান যুদ্ধবিরতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। পাশাপাশি, যুদ্ধবিরতির বিভিন্ন শর্ত ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনার জন্য আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে।”

তুরস্ক জানিয়েছে, সেই বৈঠকের আগ পর্যন্ত যেন কোনো ধরনের সীমান্ত সংঘাত বা সামরিক উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে উভয় দেশই সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ‘ডুরান্ড লাইন’ নামে পরিচিত। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে, যা বর্তমানে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।

এই উত্তেজনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে। বহু বছর আগে সংগঠনটি নিষিদ্ধ হলেও তারা সীমান্তবর্তী এলাকায় এখনও সক্রিয় এবং বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এম

Wordbridge School
Link copied!