ফাইল ছবি
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ পর্বতমালায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২ নভেম্বর) রাত ১টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।
প্রাথমিকভাবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি ও আল জাজিরা।
এর আগে মাত্র দুই মাস আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান, যেখানে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে।
২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশটি ধারাবাহিকভাবে নানা প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ছে। বিশেষ করে ২০২৩ সালে হেরাত অঞ্চলে সংঘটিত ভূমিকম্পে প্রায় দেড় হাজার মানুষ মারা যান এবং প্রায় ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়। চলতি বছরের ৩১ আগস্ট ৬ মাত্রার অগভীর আরেকটি ভূমিকম্পে ২,২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়—যা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত।
এম







































