• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিশুদের ফেসবুক-টিকটক ব্যবহার বন্ধে ডিসেম্বরেই আইন পাস


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২০, ২০২৫, ০৭:৪৯ পিএম
শিশুদের ফেসবুক-টিকটক ব্যবহার বন্ধে ডিসেম্বরেই আইন পাস

ফাইল ছবি

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পথ বন্ধ করতে চলেছে সরকার। গত বছর পাস হওয়া নতুন আইন চলতি সপ্তাহ থেকে কার্যকর হবে। এর আওতায় ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মকে ১৬ বছরের নিচে থাকা ব্যবহারকারীদের আইডি সরিয়ে ফেলতে হবে।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা বৃহস্পতিবার জানিয়েছে, ৪ ডিসেম্বর থেকে তারা অপ্রাপ্তবয়স্কদের আইডি অপসারণ শুরু করবে। ১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীদের কাছে ইতিমধ্যে সতর্কবার্তা পাঠানো শুরু হয়েছে। ১০ ডিসেম্বরের পর আইডি না সরালে কোম্পানিকে ৩২ মিলিয়ন ডলার জরিমানা করতে হতে পারে।

মেটা জানিয়েছে, ভুলবশত কেউ অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত হলে তারা নিজের বয়স প্রমাণ করার সুযোগ পাবেন। ব্যবহারকারীরা ভিডিও সেলফি বা জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে যাচাই করতে পারবেন।

মেটা অস্ট্রেলিয়ার নীতি সমর্থন করলেও কিশোরদের বন্ধু ও কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, কিন্তু এটি একমাত্র সমাধান নয়।

বিশ্বের অন্যান্য দেশও এই পদক্ষেপের দিকে নজর রাখছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী শিগগিরই পার্লামেন্টে একই ধাঁচের বিল উপস্থাপন করতে যাচ্ছেন। নেদারল্যান্ডসের সরকার ১৫ বছরের কম বয়সীদের টিকটক ও স্ন্যাপচ্যাট ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!