• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডারসহ নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৪, ২০২৫, ০৮:২৩ এএম
লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডারসহ নিহত ৫

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দাহিয়েহ ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরাইলের লক্ষ্যভিত্তিক বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক নেতা হাইথাম আলী আল-তাবতাবাইসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) ইসরাইলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে। পরে হিজবুল্লাহও নিজেদের গুরুত্বপূর্ণ এ নেতার মৃত্যুর তথ্য স্বীকার করে।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, নিহত আল-তাবতাবাই হিজবুল্লাহর চিফ অব স্টাফ পদে দায়িত্ব পালন করছিলেন—যে পদটি সংগঠনের সামরিক কাঠামোয় অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে। আরব নিউজ তাঁকে হিজবুল্লাহর দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলায় নিহত পাঁচজনের পাশাপাশি ২৮ জন আহত হয়েছেন। দাহিয়েহ অঞ্চলের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের মাধ্যমে এই হামলা চালানো হয়, যা বেসামরিক হতাহত বাড়িয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, এই হামলার মাধ্যমে ইসরাইল একটি “গুরুতর সীমালঙ্ঘন” করেছে। সংগঠনটি জানায়, চলমান যুদ্ধবিরতির সময় এমন আক্রমণ পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কয়েক মাস পরে দক্ষিণ বৈরুতে এটিই ইসরাইলের প্রথম বড় ধরনের হামলা।

এম

Wordbridge School
Link copied!