• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আফগান নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৩০, ২০২৫, ১০:০৭ এএম
আফগান নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলার দপ্তরগুলোকে প্রেরিত নতুন নির্দেশনায় যুক্তরাষ্ট্র আফগান নাগরিকদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেরিত তারবার্তায় বলা হয়েছে, আফগানিস্তানের কোনো পাসপোর্টধারীকেই এখন থেকে মার্কিন ভিসা প্রদান করা যাবে না, এমনকি যেসব আবেদন প্রক্রিয়াধীন আছে—সেগুলোও তাৎক্ষণিকভাবে স্থগিত রাখতে হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিজেই নিশ্চিত করেন। তিনি লিখেছেন,
“মার্কিন নাগরিকদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই আফগান পাসপোর্টধারী ব্যক্তিদের ভিসা প্রদান আপাতত বন্ধ রাখা হয়েছে।”

গত বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালান আফগানিস্তানের নাগরিক রহমানউল্লাহ লাকনওয়াল। এতে দুই জন গুরুতর আহত হন; তাদের একজন পরে হাসপাতালে মারা যান।

প্রাথমিক তদন্তে জানা যায়—লাকনওয়াল পূর্বে আফগানিস্তানে মার্কিন-ন্যাটো বাহিনীর অভিযানের সময় সিআইএ-এর সহযোগী এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। তালেবান ক্ষমতায় ফেরার পর ২০২১ সালে তাকে বিশেষ অনুমতিতে যুক্তরাষ্ট্রে আনা হয়।

হামলার পরই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর জানায়—দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও নাগরিকত্বের জন্য আবেদন করা আফগান নাগরিকদের সব আবেদন বাতিল করা হয়েছে। এর পরবর্তী ধাপ হিসেবে শনিবার বিশ্বব্যাপী মার্কিন মিশনগুলোতে ভিসা বন্ধের আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয়।

এম

Wordbridge School
Link copied!