• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভেনেজুয়েলায় একাধিক বিস্ফোরণ, মার্কিন হামলার ইঙ্গিত


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৩, ২০২৬, ০২:৪৯ পিএম
ভেনেজুয়েলায় একাধিক বিস্ফোরণ, মার্কিন হামলার ইঙ্গিত

ফাইল ছবি

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গভীর রাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর শহরের আকাশে ধোঁয়া উঠতে দেখা যায় এবং বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার দেশটির স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিবিসি, সিএনএন ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণগুলো এতটাই শক্তিশালী ছিল যে শহরের বিভিন্ন ভবনের জানালা কেঁপে ওঠে।

কারাকাসে অবস্থানরত সিএনএনের সংবাদদাতা ওসমারি হার্নান্দেজ জানান, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত তীব্র। বিস্ফোরণের পর তাঁর বাসার জানালাও কেঁপে ওঠে। তিনি বলেন, বিস্ফোরণের পর শহরের বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

সিএনএন জানিয়েছে, তাদের টিম কারাকাসে একাধিক বিস্ফোরণ প্রত্যক্ষ করেছে। প্রথম বিস্ফোরণটি স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে রেকর্ড করা হয়।

সিএনএনের পাওয়া ও যাচাইকৃত একটি ভিডিওতে দেখা গেছে, মধ্যরাতে কারাকাস শহরের আকাশে দুটি ধোঁয়ার কুণ্ডলী উঠছে। একটি ধোঁয়ার গোড়ায় কমলা রঙের আভা দেখা যায়। কিছুক্ষণ পর অন্য একটি স্থানে ঝলকানি দেখা যায় এবং এরপর একটি মৃদু গর্জনের শব্দ শোনা যায়।

ভেনেজুয়েলার সংবাদমাধ্যম ইফেক্টো কোকুয়ো ও তাল কুয়াল ডিজিটাল জানিয়েছে, কারাকাসের উত্তরে উপকূলীয় লা গুয়াইরা রাজ্য এবং মিরান্ডা রাজ্যের উপকূলবর্তী হিগুয়েরো এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ একাধিক স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন। কারাকাসে বিস্ফোরণ ও আকাশে বিমানের গতিবিধি সম্পর্কে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অবগত আছেন বলেও জানানো হয়েছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভেনেজুয়েলার ওপর কয়েক সপ্তাহ ধরে চাপ সৃষ্টির পর এমন হামলার ঘটনা ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও অপরাধচক্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের অভিযোগ করে আসছেন। তিনি একাধিকবার সতর্ক করে বলেছেন, ভেনেজুয়েলায় মাদক পাচারকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, স্থলপথে অভিযান খুব শিগগিরই শুরু হতে পারে।

গত বছরের অক্টোবরে ট্রাম্প দাবি করেছিলেন, দক্ষিণ আমেরিকার এই দেশ থেকে অবৈধ অভিবাসন ও মাদকের প্রবাহ ঠেকাতে ভেনেজুয়েলার ভেতরে কাজ করার জন্য সিআইএকে অনুমোদন দেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে মন্তব্য জানতে সিএনএন হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 
এসএইচ 

Wordbridge School
Link copied!