• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৪, ২০২৬, ১২:৩৬ পিএম
চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

ঢাকা: থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে বুধবার সকালে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং আরও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। একটি নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে চলন্ত ট্রেনের ওপর আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। বুধবার(১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংকক থেকে উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমার শিখিও জেলায় যাত্রা করা ট্রেনটি উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হঠাৎ একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণাধীন ক্রেন ট্রেনের ওপর পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। তবে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনার খবর দিয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে এবং ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছে, যার কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ১৯৫ জন যাত্রী ও কর্মী ছিলেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে তদন্ত চালাচ্ছে।

সূত্র : রয়টার্স, বিবিসি

এসআই

Wordbridge School
Link copied!