• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিছুই পারি না আমি


নিউজ ডেস্ক নভেম্বর ৭, ২০২০, ০৬:৫২ পিএম
কিছুই পারি না আমি

ঢাকা : বেলা অনেক হয়েছে। করা হয়নি কিছুই। কী করার ছিল? কী করার আছে? জানা হয়নি কিছুই। কিছু কি করার ছিল? কিছু কি করার আছে? জানা হয়নি এও। দেহের মাপ বলছে— ফুরুচ্ছে সময়।

মহাকাল বলছে— এসেছে অনেকে, আসবে অনেকে। লাভ কি বলো— নিগূঢ় সন্ধানে? কেউ কি এসেছে— মৃত্যুর পরে? বলেছে কিছু পারাপারের হিসেব? কী লাভ বলো— মহাকাল ধরে? ধরতে কি পেরেছে কেউ?

দুখু কি বলেছেন— নির্বাকের ভাবনা? জীবন বাবু কি বলেছেন— ট্রাম দুর্ঘটনার কারণ? রবি কি বলেছেন পুরোটুকু— জীবনের হাহাকার? পুলক বাবুর হুগলীতে ঝাঁপ দেওয়ার কারণ জেনেছে কি কেউ? হেমন্তের রাত-চাঁদ কার হয়ে আসে জানা কি গেছে? তোমার তা কীভাবে আসে— জানা কি যাবে?

চে কি বলেছেন— বিপ্লব কোথায় রেখেছেন? দস্তয়িস্কর চাওয়া পুরোটা কি জেনেছ? তিনি কি পেরেছেন ঠিক নিজেকে চিনতে? তবুও কেন জ্যোৎস্নার বিভ্রম?

আকাশ থেকে কখনো মাটির হিসেব নিয়েছ? বুঝতে কি চেয়েছ ব্রহ্মাণ্ডের কতটা তোমার দখলে? কত সময় ব্যাপিয়া? তুমি কি ঠিক তোমাকে চেনো? তবে কী লাভ বলো— বিমূর্ত চিৎকারে?

এসেছি একা, যাব একা। বাকিটা সময় স্বার্থের সংসার। অভিনয়ের মুদ্রা ভাঙা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!